লাকসাম প্রতিনিধিঃ দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন,লাকসাম জেনারেল হসপিটালের ভাইস চেয়ারম্যান, কুমিল্লার লালমাই এর কৃতি সন্তান অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল দেশের প্রথম সারির বেসরকারী হসপিটাল এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। গত শুক্রবার রাতে লাকসাম জেনারেল হসপিটাল কৃর্তপক্ষ প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
লাকসাম জেনারেল হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ও লাকসাম জেনারেল হাসপিটালের ভাইস চেয়ারম্যান ডাঃ সালেহ আহমেদ সালেহ, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক ( শিশু বিভাগ) ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডাঃ সাজেদুল হক (সাজেদ), ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী আক্কাছ। এ সময় হসপিটালের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন,পরিচালক আলহাজ্ব সাইফুল ইসলাম,সাবেক কাউন্সিলর আফতাব উল্যা চৌধুরী ঝন্টু, ম্যানেজার এমদাদ হোসেন,ডাঃ জুয়েলের সহকারী বাহা উদ্দিন মেম্বারসহ প্রমুখ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন হসপিটালের সিনিয়র হিসাব রক্ষক পারভেজ আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
প্রসঙ্গত, অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন । তিনি দীর্ঘ দিন থেকে এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের উপাধ্যক্ষ হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। একইসাথে লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং ডক্টর ফোরাম অব লালমাই সভাপতি হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ডাঃ জুয়েল এর বাড়ি লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া গ্রামে।