লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজ ছাত্র রায়হান মোল্লা (১৮) নিহত হয়েছে। সে শহরের বেদগ্রাম এলাকার বিল্লাল মোল্লার ছেলে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচ.এস.সি ২য় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৫ এপ্রিল)ঢাকা-খুলনা মহাসড়কের শহরের রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহত রায়হানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রায়হান শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।