মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দেখতে দেখতে প্রায় মাহে রমজানের শেষগগনে উপস্থিত এবারের সিয়াম সাধনার মাস। ধর্মপ্রান মুসলিমদের এটি একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাস কে অন্য সকল মানুষদের মতো সমান গুরুত্ব দিয়ে থাকে মুসলিম কবি- সাহিত্যিকরাও। ইফতার মাহফিল ইসলাম ধর্মীয় ভাব গাম্বীর্য কে যথাযথ ভাবে তুলে ধরে।
প্রতি বছরের ন্যায় এবারও রবিবার (৭এপ্রিল ২০২৪) শহীদ স্মৃতি সরকারি কলেজে, বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় মুক্তাগাছা সাহিত্য সংসদ এর আলোচনা দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ ভাবে মোনাজাত করা হয়। কবি, লেখকদের মাঝে ইসলাম ধর্ম কে হৃদয়ে লালন করার প্রয়াসে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আলী ইদ্রিস।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও গবেষক কাজী নাসির মামুন, সহযোগী অধ্যাপক,ইংরেজি বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ , সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মমিনুল হাসান,
সভাপতি মুক্তাগাছা সাহিত্য সংসদ, রাজিয়া সুলতানা। সাধারণ সম্পাদক মুক্তাগাছা সাহিত্য সংসদের গল্পকার ও অনুবাদক শাখাওয়াত বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল আলম শিমুল, সুরঞ্জিত বাড়ই, রঞ্জন কুমার দে। এবং দোয়া পরিচালনা করেন জুবায়ের আহমদ।
বরাবরের মতো সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আসে মানুষ কে বদলে দিতে। নীতি নৈতিকতার মাধ্যমে রমজান মাসের উছিলায় সমাজে ভালোবাসার নৌকা পাহাড় বাহিয়া নিতে হবে। মুক্তাগাছা সাহিত্য সংসদ এ দেশীয় সংস্কৃতি লালনে যেমন বদ্ধ পরিকর তেমনি ধর্মীয় সংস্কৃতি লালনেও বদ্ধ পরিকর।