মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সিয়ামের মাধমে আল্লাহর নৈকট্য লাভের মাস পবিত্র রমজান উপলক্ষে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছার বন্দগোয়ালিয়া এফ রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মুশফিকুর রহমান মশিউরের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম । ৫ , ৯ ও ১০ নং ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ শাখার উদ্যোগে অনুষ্ঠেয় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ হাই আকন্দ, বাঁশাটি ইউপি চেয়ারম্যান উজ্জ্বল কুমার চন্দ , ঘোগা ইউপি চেয়ারম্যান শরীফ আহমোদ,খেরুয়াজানি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কবির মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ । নবগঠিত স্থানীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল শাহজাহান সাজু,সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীসহ দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে অনুষ্ঠেয় উক্ত আয়োজনে সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম বিটুলসহ আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মী,ওলামা মাশায়েখ,শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমজনতা ইফতার ও আলোচনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ।
সংগঠনের ভাবমূর্তি উজ্বলতর করার স্বার্থে স্থানীয় পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার,বিলুপ্তপ্রায় কৃষক সমবায় সমিতি গঠনের মাধ্যমে কৃষক প্রতারণা লাঘব,উন্নততর প্রশিক্ষণের মাধ্যমে কৃষি বিপ্লব সৃষ্টি , কৃষিজমির ক্রমবর্ধমান হ্রাস,জলাবদ্ধতার কারণে দু’ফসলা,তিন’ফসলাসহ খরিফ ও রবিশস্যের ক্ষতিসাধন রোধে নবগঠিত কমিটি নেতাদের সক্রিয় ভুমিকা পালনে উদাত্ত আহ্বান জানান ।
তিনি আরো বলেন (খন্ডিত বক্তব্যের যেটুকু পারফেক্ট মনে হয় তোমার কাছে)
ইফতার আয়োজনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও দো’আ পরিচালনা করেন………
এর আগে মুসলিম উম্মাহ্’র সুখ-সমৃদ্ধি, ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ়তর হওয়ার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ হাই আকন্দ । ইফতার পরবর্তী আলোচনায় কবির মোহাম্মদ শহীদুল ইসলামসহ জনপ্রতিনিধি ,বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।