1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ অপরাহ্ন

পঞ্চগড়ে ৬শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ ০৫ বার পঠিত

রেজাউল করিম আলম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে ৬ শিশুসহ
১১ জনকে আটক করেছে পুলিশ।

পরে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোরর ব্যবস্থা করা হবে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পঞ্চগড় শহরের হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা গোপনে চট্রগ্রামে যাবার জন্য হানিফ কোচেরর টিকিট কাটে।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের ধাক্কামারা হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

আটককৃতরা রোহিঙ্গা রা হলো কবির(২১).জোবেয়ার বেগম(২০),মোছা ছুমাইয়া (১),ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম(৩০),দিনু ইসলাম (১৫),উম্মে হাবিবা (১২),উম্মে কুলসুম(৯),উম্মে হারিস(৬),নজরুল ইসলাম(৪) ও আবু তাহের (২০)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ