1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন

দেশপ্রেম নিয়ে আব্দুল বাছিদ সজলুর ভাবনা

  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৫ ০৫ বার পঠিত

আব্দুল বাছিদ সজলু -ঃ পৃথিবীতে কল্যাণ ও হিতকর একটি কাজ সেবা। সেবার বিভিন্ন খাত থাকলেও সমাজসেবা অন্যতম।
সামাজিক উন্নয়ন বা সমাজসেবা মূলক কাজ করার ইচ্ছে শক্তি নির্ভর করে সম্পূর্ণ নিজের মনের উপর । আপনার যদি ইচ্ছে হয় শুধু মাত্র তখনি আপনি এই সমাজ সেবা মূলক কাজ করে শান্তি পাবেন ।

আপনাকে কখনও জোর করে ধরে নিয়ে যেয়ে কেউ এই কাজ করাতে পারবে না । তারুণ্য নির্ভর এই দুনিয়াতে আপনার পাশের তরুণ ছাড়া আর কেউ হাল ধরবে না । দেশপ্রেম শুধু মাত্র দেশের বড় কোন কাজ করা কে বুঝায় না, আপনি যদি দেশের কোন ছোট খাটো কাজ ও করতে পারেন, যেটাতে আপনার জন্য দেশের কোন একটা উপকার হয় তাতে ও সেটা কে দেশপ্রেম বুঝায়,এটা সবাই পারেনা সে শিক্ষা সবাই পায়না, ছোট বেলা থেকে দেখে আসছি আমাদের গ্রামের মানুষজন এলাকার যে কোন দুর্যোগময় অবস্থায় জাপিয়ে পরেন কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউবা মেধা দিয়ে সে ধারাবাহিকতা আজও আমাদের গ্রামের তরুনদের মাঝে আমরা ধরে রাখতে পারছি বলে গর্ববোধ করি,জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিন পাড়ে আলমপুর বালীশ্রী ভায়া রৌয়াইল রাস্তার কাজ চলাকালীন সময় নদী ভাংগনের এ দৃশ্য যখন এলাকা বাসীর দৃস্টি গোচর হলো তখন অনেকে সোসাল মিডিয়া সহ পত্রপত্রিকায় প্রকাশ করেও উর্ধদতন মহলের দৃস্টি পরলেও কাজে বিলম্ব হওয়াতে সাময়িক ভাবে রৌয়াইল বালীশ্রীর যৌথ উদ্যোগে আজ এ ভাংগন রুদের কাজ করা হয়, পরিশেষে বলবো এ কাজের মাধ্যমে এটা স্থায়ী সমাধা নয়, অনতিবিলম্বে এ কাজের স্থায়ী সমাধান করার জন্য উর্ধদতন মহলের কাছে সবিনয় অনুরুদ করছি,
সবার জন্য শুভকামনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ