জাহাঙ্গীর আলম (মুকুল), খুলনা প্রতিনিধি -ঃ কথা বলছিলাম ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর গোঁপিনাথ এর সঙ্গে।তিনি বলেন ১ মাস ৮ দিন আগে সিজারিয়ানের মাধ্যমে কৃষ্ণা নামের একটি ফুটফুটে কন্যা শিশু মাথার পিছনে টিউমার নিয়ে জন্মগ্রহণ করে।মাত্র ১দিন বয়সে খুলনা মেডিকেল হাসপাতালে পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে কৃষ্ণার মাথার টিউমার শনাক্ত হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক গন বলেন উন্নত চিকিৎসা ছাড়া শিশু কৃষ্ণাকে সুস্হ করা সম্ভব না।
কিন্তু একদিন কাজ না করলে চলেনা গোপিনাথের সরদারের ৪ সদস্যের পরিবার।বসতবাড়ি ছাড়া কোন জায়গাজমি না থাকায় চিকিৎসা খরচ যোগানো তার পক্ষে সম্ভব হচ্ছে না।টাকা পয়সা যা জমা ছিলো সেটাও বাদে ধারদেনা করে ১ মাস ৮ দিনে চিকিৎসায় খরচ হয়ে যাওয়ায় তার হাত এখন শুন্য।
উপার্জন করতে না পারলে পরিবারকে নিয়ে না খেয়ে থাকতে হবে বলে জানান গোপিনাথ অধিকারী। চিকিৎসার জন্য সমাজের বিত্তবান,দানশীল ও সরকারের সহযোগীতা কামনা করেন।গোপিনাথের পরিবার।
শিশুটিকে সাহায্যের হাত বাড়ালে হয়তো শিশুটি সুস্হ হয়ে বাবা মায়ের কোল আলোকিত করে রাখবে।
গোপিনাথ জানিয়েছেন ১লা সেপ্টেম্বর বুধবার সকালে কৃষ্ণার মাথার অপারেশন করা হবে সকলের কাছে দোয়া কামনা করছেন।
সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহয়াতা চেয়েছেন অসহায় বাবা গোপিনাথ অধিকারী।
কোন সহৃদয় ব্যাক্তি সাহায্যদান করতে চাইলে 01873502042 গোপিনাথের কন্টাক নাম্বার01305309134 ও বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারেন।