1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন

সমাজসেবায় বিশেষ অবদানে বেস্ট হিউমিনিটি অ্যাওয়ার্ড ২০২১এ ভূষিত এ বি এম শফিকুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১২৭ ০৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ সমাজসেবায় বিশেষ অবদানে বেস্ট হিউমিনিটি অ্যাওয়ার্ড ২০২১পুরুস্কার পেলেন মুক্তিযুদ্ধে গণহত্যা বিষয়ক গবেষক সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বেস্ট হিউমিনিটি অ্যাওয়ার্ড ২০২১পুরুস্কার পেলেন খুলনা জেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি,বিশিষ্ট পরিবেশবিদ,পানি গবেষক, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি,আটলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধে গণহত্যা বিষয়ক গবেষকসাবেক অধ্যক্ষ এবি এম শফিকুল ইসলাম।

২৮ই আগস্ট (শনিবার) সন্ধা ৬টা ৩০ মিনিটে গুলশান ২(দুই) দি ওয়েস্টার্ন প্লাজায়ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’র চেয়ারম্যান এ্যড লুৎফর আহসান বাবুর সভাপতিত্বে বেস্ট হিউমিনিটি অ্যাওয়ার্ড ২০২১পুরুস্কার বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস। এসময় আবেগপ্লাবুত হয়েএবি এম শফিকুল ইসলাম বলেন আমাকে বেস্ট হিউমিনিটি অ্যাওয়ার্ড ২০২১পুরুস্কারে মনোনীত এবং সম্মানিত করায় ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটসকে ডুমুরিয়া ও খুলনাবাসীর পক্ষ থেকেধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ