মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বিএনপির কালো পতাকা মিছিল
অনুষ্ঠিত হয়েছে।দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবী আদায়ে শুক্রবার (২৬ জানুয়ারী) বিকালে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।পরে মিছিলটি শহরের এশিয়া ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সবাবেশের মধ্যদিয়ে শেষ করে।
পতাকা মিছিলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চ্,যুগ্ম আহবায়ক অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল,অ্যাড. আদম সুফি,আবু দাউদ প্রধান,সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব সেকেন্দার আলী,জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।