তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পাথর বোঝাই ট্রাক থেকে ২শত বোতল ফেনসিডিল সহ ২ জন কে আটক করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ।
বুধবার সকালে জেলার জলঢাকা উপজেলার বড়ঘাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক টি আটক করে জলঢাকা থানা পুলিশের অভিযানিক দল।
এসময় আটককৃত ট্রাক টি কে তল্লাশি করে পাথরের ভিতরে পাঠের বোস্তায় মোড়ানো ২ শত বোতল ফেনসিডিল উদ্ধার করে । এসময় ট্রাকে থাকা ২ জনকে আটক করে জলঢাকা থানা পুলিশ।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার আওলাদ হোসেনের ছেলে কারিমুল ইসলাম (৩২) এবং একই এলাকার রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩০) কে আটক করে।
বিষয় টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম বলেন ফেন্সিডিল বহন কারী ট্রাক টিকে জব্দ করা হয়েছে। এবং এসময় আটককৃত ২ জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং জলঢাকা থানা কে মাদক মুক্ত করার জন্য এধরনের অভিযান অব্যাহত থাকবে।