এস,এম,লুৎফর সিকদার- জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা সদর উপজেলার পৌরপার্ক ময়দানে গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাচিত এমপি গোপালগঞ্জের নয়নের মনি, জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের জনসভার আয়োজন জোর সরে চলছে। গোপালগঞ্জ ২ আসন থেকে জননেতা শেখ ফজলুল করিম এমপি পর পর আটবার নির্বাচিত হয়েছে এবারের নির্বাচনে তিনি ৯ ম পদার্পণ করে গিনেজ বুকে ওয়ার্ল্ডে নাম তুলতে যাচ্ছেন তিনি। গোপালগঞ্জ বাশির জননেতা শেখ ফজলুল করিম সেলিম কে জানাচ্ছে আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামীলীগ যুবলীগের নেতা কর্মীরা সকাল থেকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে জননেতা শেখ ফজলুল করিম সেলিমের জনসভা কে সাফল্যমন্ডিত করার লক্ষে কাজ যাচ্ছেন।
উপস্থিতি পৌর পার্ক প্রস্তুতি মাঠে জেলা আওয়ামী লীগ উপপ্রচার সম্পাদক চৌধুরী আশিকুল হাসান শিমুলের কাছে জনসভার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রাণের নেতা গোপালগঞ্জ দুই আসনে বারবার নির্বাচিত জননেতা শেখ ফজলুল করিম এমপি এবার ৯ম বারের মত সংসদ সদস্য হতে যাচ্ছে, বিশ্বের ইতিহাসে এই প্রথমবার আমাদের নেতা এমপি হিসেবে গিনেজ ওয়ার্ল্ড বুকে স্থান পাবে। আমরা গর্বিত তারাই সাফল্য। এবারের পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির বলেন, গোপালগঞ্জ জেলা সহ গোপালগঞ্জ পৌরবাসী অধিক আগ্রহে তাকিয়ে আছে এই বিশাল জনসভার দিকে। এবার গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের এবং সম্পাদক মোঃ আলিমুজ্জামান বিটু বলেন, আগামী ৭ ইং জানুয়ারি নির্বাচন উপলক্ষে শেখ সেলিম এমপি শেষ জনসভায় ৫০ হাজারের বেশি জনসমাগম হবে বলে আশা করছেন। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলার রাজপথ কাঁপানো ছাত্রনেতা, বাংলাদেশ সাঁতার ফেডারেশন সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এমডি সাইদ বি বলেন, আমরা গর্ব বোধ করছি আমাদের নেতা কে নিয়ে এবার ৯ ম বারের মতন নির্বাচিত হয়ে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম উঠবে। তাছাড়া আমাদের নেতা এমন এক নেতা গোপালগঞ্জের কিশোর থেকে শুরু করে সকল শ্রেণীর জনগোষ্ঠীর জন্য তার দ্বার সব সময় উন্মুক্ত থাকে। আমরা সবসময় তাকে বিপদে আপদে কাছে পায়। গোপালগঞ্জ সকল শ্রেণীর মানুষকে এই জনসভার উপস্থিত হয়ে জনসভা কে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান। পৌরপার্কের মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউ এম রাসেল, সাবেক বি পি সরকারি বঙ্গবন্ধু কলেজ সাইফুল্লাহ রাজু, সাহা নেওয়ার ইমেজ, শেখ আজিজ রহমান, রাছেল সিকদার, তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক শিহাব মোল্লা, সাইফুল শিকদার, সোহাগ মোল্লা, ভাগ্নে নাকিব, সাবেক জি এস টিটো বৈদ্য, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও গোপালগঞ্জ উপজেলা কৃষক লীগের তথ্য বিষয়ক সম্পাদক লুৎফর সিকদার” দৈনিক ক্রাইম লেটার গোপালগঞ্জ প্রতিনিধি (সাংবাদিক) প্রমুখ।