সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা-দশমিনা উপজেলাকে পরিপূর্ণ স্মার্ট হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথ সভায় তিনি এ আহবান জানান। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। দেশে আজ স্মার্ট সেবা পাওয়া যাচ্ছে। আমাদের গলাচিপা-দশমিনা উপজেলাকে পরিপূর্ণ স্মার্ট হিসেবে দেখতে নৌকায় ভেটের বিকল্প নাই। এখন আপনারা অনলাইনে ঘরে বসেই অনেক কাজ সমাধান করতে পারছেন। ঘরে বসেই মোবাইলে বিদ্যুৎ বিল, চাকুরীর আবেদন, জমির পর্চা উঠানো, নামজারীর আবেদন, পাসপোর্টের আবেদন, বাস-ট্রেন-বিমানের টিকিট কাটতে পারেন। যা এক সময় আমাদের কাছে স্বপ্নের মত ছিল। এ সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায়। আমরা সকল পর্যায়ে আমাদের এলাকাকে অনলাইনের আওতায় আনতে চাই। এর পাশাপাশি এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানাই। আমি আশা করি আপনাদের সহযোগিতায় ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, মো. আলমগীর হোসেন প্রমুখ।