সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে শুভ নববর্ষ। এ সময় তারা জানান, ২০২৩ সালের বছরটি পিছনে ফেলে নতুন এক বছরে পদার্পণ করেছি। দিন শেষে রাত আসে, মাসের পরে মাস ঠিক তেমনি বছর শেষে আবার নতুন বছর আসে। পিছনের বছরের সব ভুলভ্রান্তি, দুঃখ কষ্ট ভুলে আমরা আবার নতুন করে নতুন বছরকে সাজাতে চাই। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একই কাতারে সকলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নতুন করে পৃথিবীকে সাজাতে হলে আমাদের মধ্যে সাম্য-সম্প্রীতি আর ঐক্যের এক মহান দৃষ্ঠান্ত স্থাপন করতে হবে। তাহলে আমাদের দেশটি সকলের জন্য হয়ে উঠবে এক নতুন বাংলাদেশ। সব প্রতিকূলতা ডিঙিয়ে নতুন বছরটি অর্থাৎ ২০২৪ সাল হয়ে উঠুক সবার জন্য আনন্দের। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। “শুভ নববর্ষ”।