1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সহকারী শিক্ষকদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত স্কুলে পাঠদান ব্যহত নেকড়ে আতঙ্কে লালমনিরহাট লামায় জীনামেজু অনাথ আশ্রমে কম্বল বিতরণ করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান আটপাড়ার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় ইয়াং স্টার একাডেমী ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন করেন রোটারিয়ান এম. নাজমুল হাসান নেত্রকোণা জেলার সাবেক যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত পঞ্চগড়ে জেলা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মেঘালয় থেকে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ খালেদদাদচৌধুরীসাহিত্যপুরস্কারঘোষণা, এবার পুরুস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

নানকের নির্বাচনী প্রচারণায় “আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ ০৫ বার পঠিত

ডেক্স রিপোর্টঃ মোহাম্মদপুরে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগ চলাকালে “দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন”। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলের পরে সমাপ্ত ঘোষণার মধ্যে, মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে, আওয়ামী লীগের “দুই গ্রুপে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে”।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক ভূঞা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নির্বাচনী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ এর দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে”। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১২ টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলে, আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানকের সামনে “এক গ্রুপের সদস্যরা আরেক গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে”।

এতে “মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়”। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।

দুই গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন- মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ নামের ৪ (চার) ব্যক্তি।

তারা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। তবে কোন গ্রুপের সেটি নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, নির্বাচনী মিছিলে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এবং পুলিশ ঘটনাস্থান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন, বলে জানান তিনি।

ঘটনার তদন্ত করে অন্যান্য অপরাধীকেও আইনের আওতা আনবেন বলে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ