শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় একটি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।জানা যায়,শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের তপন ঢালী তার বাড়িতে পার্শ্ববর্তী বড়দল ইউনিয়নের একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে গোপনে নিজের ছেলের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন এবং আনসার কমান্ডার আবু হানিফ অভিযান চালিয়ে ছেলের পিতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।পরে সহকারী কমিশনার (ভূমি)মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে “বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭” মোতাবেক ছেলের পিতাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বিয়েটি বন্ধ করে দেন।