তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ দেশের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও নিরাপদ প্রসূতিসেবা নিশ্চিত করনের লক্ষে , নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে ‘প্রসূতি সেবা ওয়ার্ড ‘ নামে একটি ওয়ার্ড।
আজ শুক্রবার বিকেল তিন টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ ‘ প্রসূতি সেবা ওয়ার্ড ‘ এর শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোছাম্মদ এবি এম খুরশিদ আলম ।
প্রসূতি সেবা ওয়ার্ডের উদ্বোধন শেষে অধ্যাপক ডাক্তার মোছাম্মদ এবি এম খুরশিদ আলম ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তার সাথে অধ্যাপক ডাক্তার এবি এম খুরশিদ আলম এক মতবিনিময় সভা করেন ।
এসময় অধ্যাপক ডাক্তার এবি এম খুরশিদ আলমের সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ( এম ও ডিসি) ডাক্তার আবুল আলা, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তপন কুমার রায়, স্বাস্থ্য পরিদর্শক ( ইনচার্জ) মোহাম্মদ বেলাল উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আল আমীন রহমান, সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা, সিএইচ সিপি, নার্স ও মিড ওয়াইফ বৃন্দ,
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবি এম খুরশিদ আলম কে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোছাম্মদ রায়হান বারি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার ও নার্স বৃন্দ।