অনলাইন ডেক্স -ঃ অবশেযে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন ফেজবুকের সারাবাংলা’৯০ -এর বন্ধু(রংপুর গভঃ গার্লস স্কুল, রংপুর), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ ভাইয়ের প্রিয়তমা স্ত্রী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ফিজিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক এবং RpMCর ২২তম ব্যাচের ডাঃ ফরিদা ইয়াসমিন আইভি।
তিনি করোনা আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তাঁর এহেন মৃত্যতে সারাবাংলা’৯০ -এর পক্ষ হতে শোক প্রকাশ করা হয়েছে। সারাবাংলা’৯০ -এর সকল বন্ধুরা মর্মাহত, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, শহীদী মর্যাদা দান করেন ও জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
তাঁর নামাজে জানাজা আজ বাদ জোহর পারিবারিক ঠিকানায় অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে রংপুর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে।