আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এতিমখানায় দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চন্ডিনগর বড়গুল দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান পারভেজ, আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন রুমেল ও এমরান আহমদ প্রমুখ।
এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা ও এতিমখানার মুহতামীম হযরত মাওলানা আব্দুল কাদির।
উল্লেখ্য, নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমসহ, প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে তাছাড়া যথাযোগ্য মর্যাদায় দেশের প্রতিটি জাতীয় দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।