ডেক্স রিপোর্টঃ গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১ জন। আহত হয়েছেন ১০-১২ জন। নিহত ওই ব্যক্তি মুরগির ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহলগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন ভাওয়াল রেলস্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়।এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, চলছে উদ্ধার তৎপরতা।