মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫০০ টাকা জরিমানা আদায় করেছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৌর এলাকার চৌগাছা স্টান্ড কাঁচা বাজারে এ জরিমানা আদায় করা হয়। জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল সকালে এ অভিযান চালান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।
এ সময় তিনি গিয়াস উদ্দিন (৬৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ১৫০০ টাকা জরিমানা করেন এবং পাইকারী ও খুচরা ব্যাবসায়ীদের অযাথা দাম বৃদ্ধি না করার আহবান জানান। এ সময় উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা কৃষি সম্পসারন অফিসার হুমায়ূন কবির সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা ও মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।