ডেক্স নিপোর্ট -ঃ সিদ্ধিরগঞ্জের আটি ভূমিপল্লী এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমান আদালত। অভিযানে ১১টি বহুতল ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা ও পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
২৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজউকের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
জানা যাায়, আটি এলাকায় পরিত্যাক্ত সরকারি প্রায় কয়েক একর জমি নিজেদের নামে কাগজপত্র করে নেয় ভূমিমন্ত্রনালয়ের কর্মকর্তারা। সেখানে প্লট করে গড়ে তুলা হয় ভূমীপল্লী।
এখানে প্রায় দেড়শতাধিক বিলাসবহুল বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। নির্মাণাধিন রয়েছে আরো অনেক ভবন। অধিকাংশই ভবনের মালিক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা।
রাজউক সূত্র জানায়, প্রতিটি ভবনই নির্মাণ করা হয়েছে ইমরত বিধিমালা অমান্য করে। নকশা অনুযায়ী যে পরিমাণ জায়গা ছাড়ার কথা তা ছাড়েনি জমির মালিকরা। তাছাড়া অনেকই ছয় তলার অনুমোদন নিয়ে করেছে নয় তলা।
এবিষয়ে রাজউকের অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম বলেন, ইমারত বিধিমালা আইনে এগারোটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে। নগদ আদায় হয়েছে দশ লাখ টাকা। এছাড়া তিনি কিছু বলেননি।
তবে ইমারাত বিধিমালা অমান্য করে ভবন নির্মাণের কোন নোটিশ না দিয়ে আকস্মিক অভিযান করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভবন মালিকরা। হঠাৎ এসে এক থেকে দুই লাখ টাকা করে জরিমানা করায় তাৎক্ষনিক পরিশোধ করা সম্ভব হয়নি অনেক মালিকের।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভবনের ভাড়াটিয়ারা পড়েছে দুর্ভোগে। দুই ভবন মালিককে দুই লাখ করে ৪ লাখ আর ছয় ভবন মালিককে এক লাখ করে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এক ভবন মালিক জরিমানার টাকা দিতে পারেননি বলে জানা গেছে।
অভিযানে রাজউক জোন আট নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।