এইচ.এম.আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির উপর সুর্বনচর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এডাপট্রিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়।
তার মধ্যে বারি শস্য বপন যন্ত্র ,বারি বাদামের খোসা ছাড়াইকরন যন্ত্র, বারি সোলার, বারি জৈবসার পৃথকীকরণ যন্ত্র,বারি শস্য মাড়াই যন্ত্র। কৃষি কাজ অধিকতর লাভজনক করার জন্য এ যন্ত্রগুলোর বিকল্প চিন্তা করা যায় না।
অনেক কৃষক এসব যন্ত্রগুলোর উপকারিতা ভোগ করছে এবং অনেকে এ ধরনের যন্ত্র কিনার আশা ব্যপ্ত করেন। কৃষি বান্ধব এ অনুষ্ঠানে প্রধান বক্তব্য প্রদান করেন সগবি,বারি,নোয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্ম- কর্তা জনাব ডঃ মোঃ শহীদূল ইসলাম ও ডঃ মিয়া মোহাম্মদ বশির উদ্ধতন বৈজ্ঞানিক কর্ম- কর্তা।
অনুষ্ঠান পরিচালনা করেন বৈজ্ঞানিক সহকারী মো: আবুল হোসেন ও মো:নূর হোসাইন।
এ-সব বিষয়ে প্রশিক্ষণ পেয়ে খুব আনন্দিত কৃষকরা।