গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
জানা যায়,১১-ই ডিসেম্বর-২০২৩ ইং রোজ সোমবার সকাল আনুমানিক ১১টায় ঠাকুরগাঁও বড় মাঠ প্রাঙ্গণে ঠাকুরগাঁও শহরের কয়েকটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনন্দ আয়োজনে অংশ গ্রহণ করেন।উক্ত ক্রীড়ায় সময় ফুটবল,দৌঁড় প্রতিযোগিতাসহ নানান রকম খেলাধুলায় অংশ গ্রহণ করেন।খেলাধুলা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গৌতম কুমার সরকার,জেলা ক্রিয়া অফিসার(অ: দ:), ঠাকুরগাঁও এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃমাহাবুবুর রহমান,জেলা প্রশাসক ঠাকুরগাঁও,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম প্রসাদ পাঠক পুলিশ সুপার, ঠাকুরগাঁও।আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আল মামুন, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁও। জনাব মাসুদুর রহমান বাবু সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা ঠাকুরগাঁ,
অনান্নের মধ্যে উপস্থিত ছিলেন মাসহুরা বেগম হুরা ঠাকুরগাঁও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মীগন প্রমুখ।