মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল সদরের আংশিক,কালিয়া উপজেলা ও নড়াগাতি থানা শাখা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) ১০টায় উপজেলার পৌর কমিউনিটি সেন্টার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড়ঃ সুবাস চন্দ্র বোস।
নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ফুরকান মোল্লার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন তাকেই মনে করতে হবে শেখ হাসিনা। তাই আওয়ামী লীগ মনোনীত প্রর্থী কবিরুল হক মুক্তিকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু,নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন চক্রবর্তী ,সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক, কালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জান হীরা,নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন বশির,সাধারন সম্পাদক শাহ মোঃ ফুরকান মোল্লা,নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূইয়া,সাবেক সভাপতি তোফায়েল মাহমুদসহ সদর উপজেলা,কালিয়া উপজেলা,নড়াগাতি থানা শাখা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।