মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জীবনযুদ্ধে নিশ্পিরিত, যৌতুকের ভয়ংকর ছোবল থেকে, ঘুরে দারিয়েছেন হতভাগি মমতাজ বেগম। গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউসের পরশে, আজ সে সমাজে প্রতিষ্ঠিত। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা হল রুমে আজ ৯ই ডিসেম্বর, বেগম রোকেয়া সাখাওয়াত দিবসে, উপজেলা নির্বাহী অফিসার লুৎফর রহমানের হাতে, পুরস্কার গ্রহন করেলেন মমতাজ বেগম। তার মুখে যৌতুকের ছোবল থেকে ফিরে দাড়ানোর বাস্তব তথ্য ফুটে উঠেছে, নারীদের কষ্ট এবং সংগ্রাম করে জীবন চালানোর প্রচেষ্টা দৃশ্যমান।
রাহেলা আক্তার, এনিমেটর, গ্রাউস বলেন, মমতাজ কে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। তিনি আরো বলেন, মমতাজের কাহিনী লিখার সময়, আমি উপলব্দি করেছি, পৃথিবী কতটা নিষ্ঠুর।
মোঃ সাইয়েদুজ্জামান খোকন, নির্বাহী পরিচালক, গ্রাউস বলেন, সকল বাধাই জয় করা সম্ভব যদি সততা ও ধৈর্য ধারন করা যায়। মমতাজ বেগমের সাফল্যর মাধ্যমে, বাংলাদেশের হতদরিদ্র, প্রান্তিক কৃষকরা অনুপ্রেরণা পাবে।