জানা যায়,শুক্রবার ৮ই ডিসেম্বর-২০২৩ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যেসব পরীক্ষার্থীকে অসৎপথে ও ডিভাইসসহ আটক হয়।আটককৃতরা হলেন-শ্রী টঙ্কুনাথ বর্মন(৩২),পিতা পঞ্চানন চন্দ্র,সাং- বাজে বকসা,থানা- রানীশংকৈল,ঠাকুরগাঁওকে পুলিশ লাইন্স স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃসোহানুর রহমান (২৮),পিতা-মোঃহুমায়ুন কবির,সাং-আলসিয়া,থানা-রানীশংকৈলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃউমর ফারুক(২৯),পিতা-মোঃ আলিম উদ্দিন,সাং-পাটুয়াপাড়া,থানা-পীরগঞ্জ কে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে, মোঃআনোয়ার খালেদ(২৮),পিতা-মোঃজামান আলী,সাং-আলোক সিপি,থানা-বালিয়াডাঙ্গী কে ঠাকুরগাঁও সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃআব্দুল আল নোমান(২৮),পিতা-মোঃ আকবর আলী,মাতা-রিনা খানম,সাং-আরাজি চন্দনচহট(মালিবস্তি)কে আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,রোজিনা খাতুন(২৭)স্বামী-আজহারুল ইসলাম,সাং-মধুপুর থানা-রুহিয়া ও মোছাঃ হাসনা হেনা(৩০),পিতা-আনিছুর রহমান,সাং-হরিনমারী, জেলা-ঠাকুরগাঁ কে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে,মোছাঃআর্জিনা(৩০)স্বামী- সমীরুল ইসলাম সাং-নারায়ণপুর,থানা- পীরগঞ্জগন কে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃমনিরুল ইসলাম (২৮),পিতা-মোঃএনামুল হক,সাং-বাজে বক্সা, বাচোর ইউপি,উভয় থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে মোবাইলসহ আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।
গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টরঃ ঠাকুরগাঁও জেলায় ৮ই ডিসেম্বর শুক্রবার ২০২৩ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অসৎ অবলম্বন ও অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় ৯ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।