আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধিঃ ৮ই ডিসেম্বর ভালুকা হানাদার মুক্ত দিবস। দিবসটি পালিত হয়েছে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচির মাধ্যমে। সকালে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, যুদ্ধ কালীন কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, বীরমুক্তিযোদ্ধা পারভেজ খোকন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নুরে আলম সিদ্দিকী স্বপন, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে সাব-সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।