মো. রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।
ঠাকুরগাঁও পল্লি বিদ্যুৎ সমিতির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহাবুবুর রহমান ডাবলু, তেঁতুলিয়া মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু সায়েম মিয়া, ঠাকুরগাঁও পল্লি বিদ্যুৎ সমিতি নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জিএম আবু আশরাফ মোহাম্মদ সালেহ, পঞ্চগড় জোনাল অফিসের ডিজিএম মেহেদী হাসান, এজিএমও এন্ড এম পঞ্চগড় মাসুদ রানা প্রমুখ।