মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি -ঃ নড়াইল শহরের বিভিন্ন সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচলের চাপ বেড়ে যাওয়ায় নড়াইল জেলা পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) ট্রাফিক বিভাগের অফিসার, রোড এন্ড হাইওয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি এবং পরিবহন শ্রমিকদের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ট্রাফিক স্পটে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি মালিবাগ, হাতির বাগান, বঙ্গবন্ধু চত্বর, চৌরাস্তাসহ অন্যান্য ট্রাফিক স্পটে গিয়ে রাস্তার যানজট নিরসনের জন্য মতবিনিময় করেন।
এছাড়া তিনি ট্রাফিক বিভাগের সকল অফিসারদের রাস্তার শৃঙ্খলা্ ফিরিয়ে আনার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।