1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে আট দফা দাবিতে সড়কে শুয়ে চা চাষীদের বিক্ষোভ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী মুন্সীগঞ্জে আলোচিত জিল্লুর হত্যার দীর্ঘদিন পলাতক আসামি সম্পদ কারাগারে রাজশাহীতে আন্দোলনকারীদের উপর হাম’লা ও ছাত্রীকে ধর্ষ’ণের পর হ’ত্যার অভিযোগে, তিন ছাত্রলীগ কর্মীকে আ’টক মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হেলমেট পরে গুলি করেন ছাত্রলীগের নোবেল-সাগর চাঁপাইনবাবগঞ্জে ডিসির শত অনিয়মের পরেও বহাল পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আটক ৪ তানোরে পাউবোর  জায়গা দখল করে বাড়ি নির্মাণ চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকে নোটিশ রংপুরে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার

ঝিনাইদহ-৩ আসনে নৌকার মাঝি হলেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ)

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১১০ ০৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগ সমর্থিত ১৪ জন প্রাথী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন, সাবেক এমপি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ), বর্তমান সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুয জ্জুম্মা, টিএন্ডটি’র সাবেক জি. এম ব্যারিস্টার মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএম জামান মিল্লাত, জেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাড আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক প্রকৌশলী আজিবর রহমান মোহন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনিছুর রহমান টিপু, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু।

আজ ২৬ নভেম্বর (রবিবার) ঝিনাইদহ -৩ কোটচাঁদপুর ও মহেশপুর আসনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকা প্রতিক পেলেন, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ),

উল্লেখ্য কোটচাঁদপুর উপজেলায় ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ও মহেশপুরের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ নির্বাচনি আসন। এ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ৮’শ ৭৯ জন। যার মধ্যে পুরুষ ১ লক্ষ ৮১ হাজার ৭’শ ২৮ ও নারী ১ লক্ষ ৭৯ হাজার ১’শ ৫১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ