মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ নাশকতা মামলায় বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম বগুড়া শহরের নবাববাড়ি এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, বিএনপির হরতাল অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে পুলিশ বাদী হয়ে মামলা করেন। এসব মামলায় জাহাঙ্গীর আলম অন্যতম আসামি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷
তিনি আরও জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন আছে। এদিকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।