মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় জাবেদ আলী (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ আলী উপজেলার বেলহালী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে। তিনি চৗমুহনী বাজারে চাতাল ব্যবসায়ী এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নওগাঁগামী একটি বাস চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জাবেদ আলী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আদমদীঘি ও দুপচাঁচিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, বাসসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।