ডেক্স রিপোর্ট : নড়াইল শহর এলাকা হতে গত ইং ২৩/০৮/২০২১ তারিখ দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় ইজিবাইক চালক মোঃ রাজু হোসেন (২১), পিতা- জাহাঙ্গীর মোল্লা, গ্রাম- সৈয়দ মাহামুদপুর, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর এর একটি ইজিবাইক হারিয়ে গেলে তাৎক্ষণিক ইজিবাইক চালক নড়াইল সদর থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেন । অভিযোগের বিষয়টি নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ নড়াইল জেলা পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) মহোদয় কে অবগত করেন । তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মহোদয় নড়াইল জেলার প্রতিটি পুলিশ ইউনিটে চেকপোস্ট বসিয়ে ইজিবাইক উদ্ধার ও চোরকে গ্রেফতার করার নির্দেশনা প্রদান করেন । নির্দেশনা অনুযায়ী প্রতিটি পুলিশ ইউনিট ঐ দিন দুপুর হতে চেকপোস্ট বসিয়ে ইজিবাইক উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখেন। লোহাগাড়া থানাধীন নলদী ক্যাম্পের এসআই ( নিঃ) মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ নলদী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন প্রকার যানবাহন চেক করাকালীন সময়ে ইজিবাইক চালক মোঃ আব্দুল আজিজ শেখ (৩০), পিতা- আবু তালেব শেখ, গ্রাম- সুলতানশাহী, থানা ও জেলা- গোপালগঞ্জ এর কথাবার্তায় সন্দেহ হলে তাৎক্ষণিক তাকে নলদী পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন । জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ইজিবাইক চুরির কথা স্বীকার করেন। তাৎক্ষণিক বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে অবহিত করলে তিনি ইজিবাইক সহ আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করার নির্দেশনা প্রদান করেন।
আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।