কুমিল্লায় ১৭৬ (একশত ছিয়াত্তর) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি ট্রাক উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সনিয়ে ১৯ই নভেম্বর রাত ০২.৫৫ মিনিটে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়া এলাকার ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়ক সংলগ্ন ময়নামতি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট ডিউটি করার সময় ০১ টি ট্রাক থামানোর জন্য সংকেত দিলে ট্রাকের চালক ও তার সহযোগী দুর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে ০২ জন পালিয়ে যায়।
পলাতক আসামীদ্বয়ের ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশী করে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। পলাতক আসামীদ্বয়ের পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় ক্রাইম লেটার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।