মিরু হাসান, স্টাফ রিপোর্টার ঃ বগুড়ায় বিএনপি নেতা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমুর কার্যালয়ে দু’দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টা ও পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। শাহ মেহেদী হাসান হিমু বগুড়া জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
শাহ মেহেদী হাসান হিমুর স্ত্রী স্নিগ্ধা হাসান বলেন, কার্যালয়ের সামনেই আমাদের বাড়ি৷ রাত সাড়ে ১০টার দিকে ৬-৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এ সময় কার্যালয় বন্ধ থাকায় শাটারে তারা রামদা দিয়ে কোপাতে থাকে। কার্যালয়ের বাইরে থাকা বেসিন, ফুলের টব ও উপরের সাইনবোর্ডও তারা ভাঙচুর করেছে। হামলার সময়ে তারা সড়কে চলাচলকারী যানবাহনেও লাঠিসোটা দিয়ে বাড়ি দেয়। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে গেলে আবারও হামলার ঘটনা ঘটে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু বলেন, এখন আন্দোলন চলছে। এসব রাগ ক্ষোভ থেকেই কেউ হামলা চালাতে পারে৷ প্রশাসনের নাকের ডগায় এসব ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন আছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।