সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া পাড়-ডাকুয়া বন্দর ধানশি বাজারে সরকারী জমিতে অবৈধ ভাবে দখল কৃত জমি উদ্ধার করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল ।
১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ৩ টায় পূর্ব পাড়-ডাকুয়ার মৃত মৃত: মো ওয়াজেদ আলী মাল এর ছেলে মোঃ নজরুল ইসলাম মাল সরকারী জায়গায় রাতের আধাঁরে ঘর তৈরী করার খবরটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন উলানিয়া বন্দর বাজার ব্যবসায়ী মহল ও স্থানীয় জনসাধারণ।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, মোঃ নজরুল ইসলাম মাল উলানিয়া বন্দর ধানশি বাজারটি খাস খতিয়ান ভূক্ত, দখলকারীদের একাধিকবার নিষেধ করা সত্বেও জোর করে সরকারী জমি দখল করার চেষ্টা করেন। এসময়ে রতনদীতালতলী ও পাড়ডাকুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, পাড়ডাকুয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উলানিয়া বন্দরে পুলিশ ফাঁড়ি, আনসার সদস্য, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম মাল বলেন, পাড়ডাকুয়া মৌজার ৫৫ নং জেল এর ১৯৪ খতিয়ানে আরএস ৩৯৪, এবং এসএ ৪৯০ জমিতে ৮ একর ৫৬ শতাংশ আমারা দাবী করেই জমি দখল নিয়েছি। তবে বিএস আমাদের নামে নেই। কিভাবে সরকারী খাস খতিয়ানে হয়েছে এবং পূর্বের রেকর্ড ভেঙ্গে পুনোরায় আমাদের নামে আনার জন্য মামলা দয়ের করেছি।