মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট সদরের এক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ১১টি মামলার আসামী মিনহাজ উদ্দিন মিঠু (৪৩) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার ভোর রাতে ধুনট বাইপাস সড়কের মোড়ে গরু সহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাপ্তাহিক ‘আজকের শেরপুর’ পত্রিকার ধুনট প্রতিনিধির পরিচয় সম্বলিত একটি আইডি কার্ড উদ্ধার করে পুলিশ।
আটককৃত মিনহাজ উদ্দিন মিঠু ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া মধ্যপাড়া এলাকার মৃত আছাব আলী মন্ডলের ছেলে এবং সে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মাদক, মারামারি, বিস্ফোরক সহ ১১টি মামলা রয়েছে।
এবিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, গরু চুরির ঘটনায় আটককৃত মিঠুর সঙ্গে অজ্ঞাত আরো কয়েকজন জড়িত ছিল। এব্যাপারে মামলা দারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।