1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

বিরামপুরে টিসিবির কার্ড ও পন্য সরবরাহ ৪ প্রতারক চক্রের অর্থদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১ ০৫ বার পঠিত

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে পৌর এলাকায় প্রতারণা করার দায়ে ৪ জনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর পৌরসভা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা প্রাপ্তরা হলেন, পৌর এলাকার মমতাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ইবনে সায়েম (২৪), একই এলাকার ফজলুর রহমানের মাহফুজুর রহমান (৩৫) এবং প্রফেসরপাড়া মৃত আব্দুল মোতালেব সরকারের ছেলে এসএম মোসাবিরুল ইসলাম (৩৫), একই এলাকার মাহমুদুর রহমানের ছেলে শাহনেওয়াজ (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিরামপুর পৌর এলাকায় ওই ৪ যুবক দীর্ঘদিন থেকে টিসিবির কার্ড ও পন্য দিবে এমন কথা বলে ভোক্তাভোগীদের কাছ থেকে রেজিষ্ট্রেশনের কথা বলে অর্থ নিচ্ছিলেন। পরে ঘটনাটি লোক মারফত পৌর মেয়র ও উপজেলা প্রশাসনের নজরে আসলে বিষয়টি আমলে নিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১হাজার টাকা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

এসময় পৌর মেয়র আককাস আলী, কাউন্সিল মোশাররফ হোসেন, নুর আলম, সাব-ইনেপ্টের মনিরুজ্জামান পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের স্টাফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ