মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গত আগষ্ট মাসে মুক্তাগাছা থানাধীন পানহাটি সাকিনে যুবলীগ নেতা আসাদকে গুরুত্বর আঘাত করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উক্ত ঘটনায় বাদীর অভিযোগ থানায় প্রাপ্ত হয়ে মুক্তাগাছা থানার মামলা নং-৩০, তারিখ-৩১/০৮/২০২৩ ইং ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর নির্দেশে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহে ন্যাস্ত করিলে, অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে ডিবির টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত এজাহার নামীয় আসামী মোঃ ইসমাঈল হোসেন (৪৪), পিতা-মৃত আলহাজ্ব মুসলেম উদ্দিন, মাতা-মৃত হাজেরা বেগম, সাং-তারাটি ফকিরপাড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে ৮ সেপ্টেম্বর দুপুর বেলা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।