1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আবুল কালাম আজাদ মাগুরার শিশুর শোক না কাটতেই সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর ঘর থেকে গভীর রাতে শিবির নেতা আটক মৌলভীবাজারের বড়লেখায় তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্যের ধামাচাপার চেষ্টা বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীবরদীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার সত্য সংবাদ প্রকাশের খেসারত বগুড়ায় ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকিতে সাংবাদিকের মামলা আটপাড়ায় নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সিলেট-৪ এ খেলাফত মজলিস প্রার্থীদের বিচরণ

নিজের মেয়েকে ধর্ষণ করার অপরাধে থানা পুলিশের হাতে গ্রেফতার লম্পট পিতা আশ্রব আলী

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ ০৫ বার পঠিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের হাতে গ্রেফতার এক লম্পট পাপিষ্ঠ পিতা।হারানো জিডি তদন্ত করতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, নিজের মেয়েকে ধর্ষনের অ়ভিযোগে (৭সেপ্টেম্বর২০২৩ইং) জৈনক মোঃ আশ্রব আলী(৪৮),পিতা-মৃত আমির হোসেন,সাং-বনগাঁও,থানা-ফুলপুর,জেলা-ময়মনসিংহ,থানায় আসিয়া এই মর্মে সাধারণ ডায়েরির আবেদন করেন তার স্ত্রী। ১২ বছর পূর্বে তাকে রেখে অন্য একজনকে বিয়ে করে চলে যায়।বর্তমানে সে ০১ ছেলে রুমান(১৪),ও ০১ মেয়ে রুমানা(১৩)কে নিয়ে একেই ঘরে বসবাস করছিল। গত ইং৬সেপ্টেম্বর সন্ধা ৬টা৩০ এর সময় তার মেয়ে রুমানা আক্তার (১৩) বাড়ির সকলের অজান্তে বাড়ি হতে কোথায় যেন চলে যায়। পরবর্তীতে বাড়িতে ফিরে না আসায় আশপাশের বাড়িসহ তাহার নিকটতম আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি এসআই তরিকুল ইসলাম ও এএসআই আবুল বাসেদ কে প্রাথমিক তদন্ত করার জন্য ঘটনাস্থলে প্রেরণ করিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকাশ্য ও গোপনীয় তদন্ত করে এলাকায় বিশ্বস্ত সোর্স মোতায়েন করেন। প্রাথমিক তদন্ত শেষে থানায় আসার কিছুক্ষণ পরে রাতে ভিকটিম রুমানা নিজেই এএসআই আবুল বাসেদ এর মোবাইলে ফোন করে জানান যে,ভিকটিমের পিতা মোঃআশ্রব আলী একই ঘরে বসবাস করার সুবাদে ভিকটিম রুমানাকে প্রতি রাতে হাত-পা বেঁধে,মুখ চেপে ধরিয়া জোরপূর্বক ধর্ষন করতো। উক্ত ঘটনা কারও নিকট প্রকাশ করলে, দা দিয়ে জবাই করে মেরে ফেলার হুমকি দিত। ভিকটিম সহ্য করতে না পেরে পালিয়ে তার মায়ের নিকট ঢাকা চলে যায়।

এব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভিকটিম ও তার মাকে থানায় এসে অভিযোগ দায়ের করেন।মেয়ের পাষন্ড পিতা আশ্রব আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ