মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে চা আইন লঙ্ঘন করায় ৩ কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রোববার (২০ আগস্ট) বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।
চা আইন, ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন এবং শ্রমিকদের কাঁচা পাতার যথাযথ মূল্য পরিশোধ না করার অপরাধে পঞ্চগড় সদর উপজেলার উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লি.,মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ লি. এবং নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করেন। এসময় কারখানা মালিকদের চা আইন, ২০১৬ যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা মো: আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হক।