মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের আবাসিক হলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
দাবী আদায়ের জন্য আজ (রবিবার ১২ আগষ্ট) বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজ হোস্টেলের ভাড়া কমানোর দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান, শিক্ষার্থী রাসেল রানা, সাদেকুল,আবু বক্করসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: দেলওয়ার হোসেন প্রধান বলেন, কলেজের আবাসিক হলে প্রতি সিট বাবদ সরকার নির্ধারিত ৫শ টাকা নেয়া হয়। শিক্ষার্থীরা আবাসিক সুবিধা নিলেও অনেকে সরকার নির্ধারিত সেই টাকা দেয় না।