1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন

মিছিলে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে জামায়াতের আবেদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৮৭ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা জামায়াত আগামী ৩০ জুলাই শান্তিপূর্ণ মিছিল সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়ে পঞ্চগড় পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এ আবেদন করেন তারা। জেলা জামায়াতের পক্ষ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদনটি পৌঁছে দেন।

জেলা জামায়াতের অফিস সেক্রটারি আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা জামায়াত আগামী ৩০ জুলাই পঞ্চগড় শহরে শান্তিপূর্ণ মিছিল করবে।

জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাড. আজিজুল ইসলামের নেতৃত্বে আইনজীবি প্রতিনিধি দলে ছিলেন- আকবর আলী, সাদিকুল আজিম, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হাসান, ইলিয়াস আলী, রাহিদুল ইসলাম ও আবুল কালাম লাবু।

জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রতিনিধি দলের প্রধান অ্যাড. আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই। আমাদের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা চেয়ে আবেদন করেছি। আশাকরি আমাদের আবেদন মঞ্জুর হবে এবং পুলিশের সব ধরনের সহযোগিতা পাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ