মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনে বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দীন আহম্মেদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত জামাল উদ্দীন একই গ্রামের লুলু মোহাম্মদের ছেলে।
জানা যায়, বিকেলে বাড়ির ২০ গজ দূরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় আগে থেকে নেসকোর ৪৪০ ভোল্টের একটি বৈদ্যুতিক লাইন ছিড়ে রাস্তায় পড়ে ছিল। এসময় পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। দ্রুত স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সন্ধায় মৃত্যুবরণ করেন জামাল উদ্দীন।
দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।