1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন

গণতান্ত্রিক ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকারের কোন ব্যবস্থা নেই- রেলমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬১ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতায় সংবিধানে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কোন ব্যবস্থা নেই

শনিবার (২২ জুলাই) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলে এই ব্যবস্থাকে বিতর্কিত করেছে বিএনপি। নির্বাচিত সরকারের বিপরীতে অনির্বাচিত সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় কোন ভাবেই সমর্থন করে না। যে কারণে আমাদের উচ্চ আদালত এই ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে প্রজ্ঞাপন দিয়েছে। এখানে তত্ত্বাবধায়ক সরকারের কোন সুযোগ নেই।

পৃথিবীর অন্য কোথাও এর ব্যবস্থা নেই। কাজেই বিএনপিকে নিরপেক্ষ নির্বাচনের দাবীর পরিবর্তে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার জন্য পরামর্শ থাকলে সরকারের সাথে আলোচনায় এগিয়ে আসা উচিত বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ