1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পঞ্চগড়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পালন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৯৩ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পালন করা হয়েছে।

বুধবার(১৯ জুলাই ) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত থেকে বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি -জামায়াত পদযাত্রার নামে দেশে জ্বালাও পোড়াও মানুষ হত্যা, নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা ভেবেছে নৈরাজ্য করে পার পেয়ে যাবে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। তাদেরকে উচিত জবাব দেওয়া হবে।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট,সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিপন চন্দ্র রায়, অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, আবু সারোয়ার বকুল,বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পৌর আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন, সাধারণ সম্পাদক আলি আসমান বিপুল, সহ-সভাপতি গোলাম সারোয়ার লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন প্রমুখ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ