মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- হিমালয়ের কন্যা খ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বর্ষার ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে রংধনু ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফল উৎসবে ১৭টি স্টলে অংশ নেন জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রংধনু ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ রেদোয়ান সায়েম বলেন, আমরা সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। এবার আমরা প্রথম বারের মতো ফল উৎসব করেছি শিক্ষার্থীদের নিয়ে। প্রথম বারেই দারুন সাড়া পেয়েছি। আমরা প্রতি বছর এই আয়োজন করার চেষ্টা করবো।
এ সময় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেনসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।