মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পূন: প্রতিষ্ঠার দাবীতে পঞ্চগড়েও পদযাত্রা করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা বিএনপি কার্য্যালয় হতে এই পদযাত্রা বের করা হয়।
পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলার বোদা উপজেলার ধনিপাড়া মুনিরামজোত এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়।
পদযাত্রায় কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জেলা বিএনপি’র আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, আহ্বায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, এডভোকেট আদম সুফি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু সহ নেতা কর্মী উপস্থিত ছিল।