বিশেষ সংবাদদাতা -ঃ- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার (নৌকা) হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতীক পেয়েছেন ১২ হাজার ৬’শ ৮৯ ভোট এবং নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্রের মেয়র প্রার্থী নূরল হক সরকার নারিকেল গাছ প্রতীক পেয়েছে ৬ হাজার ৯৬ ভোট। ৬ হাজার ৫শ’ ৯৩ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আরিফ উল্লাহ সরকার।
সাধারণ কাউন্সিলর হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন – ১নং ওয়ার্ড বিজয় হয়েছেন মোঃ সবুজ মিয়া (টেবিল লাম্প), ২নং ওয়ার্ডে মোঃ হারিছ খান( ডালিম), ৩নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ( ডালিম), ৪নং ওয়ার্ডে শাহজালাল (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে মান্নান বেপারি (পাঞ্জাবি), ৬ নং ওয়ার্ডে আমান উল্লাহ (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (উঠপাখি), ৮নং ওয়ার্ডে শাহাজাহান মোল্লা (ব্লাকবোর্ড ) এবং ৯নং
ওয়ার্ডে বোরহান উদ্দিন( উঠ পাখি )।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন – ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সালমা পাটোয়ারী (চশমা), ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের আকলিমা বেগম (আনারস) ৭, ৮ ও ৯ ওয়ার্ডের নুরুন নাহার (আনারস) নির্বাচিত হয় ।