1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪৩ অপরাহ্ন

পঞ্চগড়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৫ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এই প্রতিবাদকে সামনে রেখে র‌্যালি ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৭ জুলাই) সন্ধা ৬টার সময় পঞ্চগড় শহরের পৌর এলাকার বানিয়াপট্টিতে জেলা শাখার সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে বানিয়াপট্টি থেকে সংগঠনের সদস্য ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বাজুসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি নবিন চন্দ্র বণিক ও সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। একই সময় কেক কেটে মিষ্টি মুখের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলায় রাত সাড়ে ৭টার সময় বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ